Site icon Jamuna Television

এক রাতেই ২০টি ড্রোন ছুড়লো রাশিয়া

ছবি: রয়টার্স

ইউক্রেনজুড়ে এক রাতেই অন্তত ২০টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এরমধ্যে ১৪টি ভূপাতিতে দাবি করেছে কিয়েভ। বুধবার (৩১ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার রাতভর ৫টি অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। এসব হামলায় ইরানের তৈরি শহীদ ড্রোন ছাড়াও ইস্কান্দার মিসাইল ব্যবহার করা হয়েছে।

এদিকে, মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি হাসপাতালে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। এতে হাসপাতালের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে রোগীদের।

অন্যদিকে, রাশিয়ার দাবি করেছে, কৃষ্ণ সাগর ও ক্রাইমিয়ায় কিয়েভ সেনাদের ছোড়া ২০টি মিসাইল ধ্বংস করা হয়েছে।

/এএম

Exit mobile version