Site icon Jamuna Television

পাইকারিতে পেঁয়াজের দর কমলেও প্রভাব নেই খুচরা দোকানে

পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে না। এখনও অনেক পাড়া-মহল্লায় মুড়িকাটার কেজি ১শ’ টাকা। ঢাকার কারওয়ান বাজারে পাইকারিতে পেয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৮০ টাকার আশপাশে। তবে সুযোগ পেলে বাড়তি দাম রাখতেও পিছপা হচ্ছেন না অনেক পাইকার।

ব্যবসায়ীরা জানালেন, এবার আগের চেয়ে কম জমিতে পেঁয়াজ আবাদ করেছেন কৃষক। বেড়েছে উৎপাদন খরচ। ফলে কম দামে পেঁয়াজ মিলছে না।

এতসব জটিলতায় নাভিশ্বাস ক্রেতাদের। তারা একটু কমের আশায় এক দোকান থেকে অন্যটিতে ঘুরছেন। কেউ আবার পকেটের লাগাম টানতে আগের চেয়ে কম কিনছেন। অনেকে আবার কিনছেন না।

ব্যবসায়ীরা জানালেন, হালি পেঁয়াজ বাজারে এলেই দাম কমবে। তবে সে জন্য অপেক্ষা করতে হবে আরও ১ মাস। এদিকে, ভারতীয় পেঁয়াজের কেজি এখনও ১শ’ টাকার উপরে।

/এমএন

Exit mobile version