Site icon Jamuna Television

বছরের শুরুতে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১০ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ১০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্প‌তিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের নেয়া বেশকিছু উদ্যোগ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। সে হিসেবেও চব্বিশের প্রথম মাসে বাড়ল রেমিট্যান্স। এছাড়া, তেইশের শেষ মাস ডিসেম্বরে আসে ১৯৯ কোটি ডলার।

/এমএন

Exit mobile version