Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

মিলার বলেন, বিশ্বজুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশে ধরপাকড়ের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু তার তার মানে এই নয় যে, যেসব বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য খাতগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব নেই।

এর আগে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বললেও নতুন সরকারের সাথে সন্ত্রাস মোকাবেলা, আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এসব খাতে বড় পরিসরে কাজ করা কীভাবে সম্ভব, এমন প্রশ্নের জবাবে নিজেদের এই অবস্থানের কথা জানায় যুক্তরাষ্ট্র।

/এএম

Exit mobile version