Site icon Jamuna Television

হামাসের টানেলে পানি ঢালার ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

গাজায় হামাসের টানেলে পানি ঢালা শুরু করেছে ইসরায়েলি সেনারা। পাইপের মাধ্যমে সুড়ঙ্গে পানি ঢালার ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমনটা জানিয়েছে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে আইডিএফ পাম্পের সাহায্যে সমুদ্র থেকে পানি এনে হামাসের টানেলে ঢালার বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, এরইমধ্যে গাজার বেশ কয়েকটি স্থানে মেশিন বসানো হয়েছে। হামাসের সুড়ঙ্গ ধ্বংসের এই পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘আটলান্টিস’।

এর আগে, গত ডিসেম্বরে পানি ঢেলে কৃত্রিম প্লাবন সৃষ্টির মাধ্যমে টানেল ধ্বংসের পরিকল্পনার কথা জানায় তেল আবিব। সেসময় তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন পরিবেশবিদরা। এই পদ্ধতিকে বিপজ্জনকও আখ্যা দেয়া হয়।

/এএম

Exit mobile version