Site icon Jamuna Television

চার ইসরায়েলির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

ছবি: সোপা ইমেজেস

পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অবৈধ বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলা, ভয় দেখানো এবং জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে। যার ফলে দেয়া হয়েছে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা। জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দাবি, পশ্চিম তীরে সহিংসতায় জড়িতদের তালিকা দেয়া হয়েছে ইসরায়েলকে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও নেতানিয়াহু প্রশাসনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিন নীতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অসন্তোষের বহিঃপ্রকাশ এই পদক্ষেপ।

/এএম

Exit mobile version