Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ২৭ হাজার

প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন একজন ফিলিস্তিনি নারী। ছবি: গেটি ইমেজ।

আজ ইসরায়েল-হামাস যুদ্ধের ১১৯ তম দিন। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৭ হাজার ১৯ জন ফিলিস্তিনি । অপরদিকে, হামাসের আকস্মিক আক্রমণে ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আরও দেড় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯০ জন। এদিকে, আন্তর্জাতিক আদালতের রায়ের পর ১১শ’ ফিলিস্তিনি এখন পর্যন্ত নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়। রাতভর গুলিবর্ষণ আর বোমার বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। আল শিফা, আল নাসেরসহ প্রায় সব হাসপাতালেই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হচ্ছে শরণার্থী শিবিরগুলোতেও।

এদিকে তেল আবিবের বিমান হামলায় উত্তর গাজায় অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ফিলিস্তিতি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

\এআই/

Exit mobile version