Site icon Jamuna Television

৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রাক। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্রগ্রাম শহরের হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত. জাফর আলীর ছেলে মজিব উল্লাহ্ (৩৫)।

সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষভাবে লুকানো ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুই মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এমএইচআর

Exit mobile version