Site icon Jamuna Television

ঘরে পড়ে ছিল মা’সহ ২ শিশু কন্যার মরদেহ, গলা কাটা অবস্থায় উদ্ধার স্বামী

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর দারোয়ানী বন্দর বাজার এলাকায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর এক সদস্যকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রউফ মোল্লার ছোটছেলে আশিকুর হক মোল্লা ওরফে বাবুকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন, তহুরা বেগম (৩৫), তার বড় মেয়ে আয়েশা (৮), ছোট মেয়ে জারিন (৫)। তাদের মরদেহ থাকার ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বাড়ির সামনে বাবুকে রক্তাক্ত অবস্থায় দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা গুরুতর উল্লেখ করে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসকরা।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, লাশের সুরতহাল ছাড়া এ হত্যাকাণ্ড সম্পর্কে বলা যাচ্ছে না। পরিকল্পিত হত্যা কি না তাও সুষ্ঠু তদন্ত ছাড়া বলা ঠিক নয়। আহত আশিকুর হক বাবু রংপুর মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এটিএম/

Exit mobile version