Site icon Jamuna Television

ধরলার বুকে ব্যক্তি উদ্যোগে ক্রিকেট একাডেমি

উত্তরের জেলা কুড়িগ্রামে ব্যক্তি উদ্যোগে ধরলা নদীর বুকে জেগে ওঠা চরে সাড়ে ৩ একর জমির ওপর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। সেই একাডেমিতে ক্রিকেট টুর্নামেন্ট শুরুও হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সেখানে টুর্নামেন্টটি শুরু হয়।

প্রত্যয় ক্রিকেট একাডেমির উদ্যোগে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের স্মরণে আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল। এতে ৪টি ক্লাব অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছে আয়োজক দল প্রত্যয় ক্রিকেট একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রিড়া অফিসার আকরাম হোসেন, বিশিষ্ট সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম ক্রিড়া লেখক সমিতির সভাপতি জালাল হোসেন লাইজু, প্রত্যয় ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা লাকু।

এসময় বক্তারা ক্রিকেট একাডেমিটির কার্যক্রম বড় পরিসরে পরিচালনার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসাথে তরুণ প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি সুচিন্তা, শরীরচর্চাসহ চিত্তকর্ষক ও ইতিবাচক সামাজিক কাজে যুক্ত থাকারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, কুড়িগ্রামের কৃতি ক্রিকেটার নাজমুল হুদা লাকু ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার সময় আহত হন। এরপর তিনি নিজ শহর কুড়িগ্রামে ফিরে আসেন। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ক্রিকেট একাডেমি গড়ে তোলা। সেই স্বপ্ন পূরণে তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদী তীরবর্তী পাঙ্গার চরে প্রায় সাড়ে ৭ লাখ টাকায় ৩ দশমিক ৫ একর জমি লিজ নেন। এরপর সেখানেই গড়ে তোলেন ক্রিকেট একাডেমি। যেটি গড়ে তুলতে ব্যয় করেছেন ১৭ লাখ টাকা।

/এমএইচআর

Exit mobile version