Site icon Jamuna Television

ইমামের রাজকীয় বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট, শরীয়তপুর:

রঙ-বেরঙের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়ি। প্রস্তুত রাখা হয়েছে ফুলের তোড়া। এলাকার সকল মুসল্লিরা এসেছেন মসজিদে। এমন আয়োজনের কারণ মসজিদের ইমামকে বিদায় দেয়া।

যার জন্য এ আয়োজন, তিনি হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী এলাকার বাইতূন নূর জামে মসজিদের ইমাম হাফেজ ওয়াজউদ্দিন শেখ। তিন দশকের বেশি সময় মসজিদটিতে ইমামের দায়িত্ব পালন করেন। আর আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছিল কর্মস্থল থেকে অবসর নেয়ার পালা। তার এই বিদায় বেলা স্মরণীয় করে রাখতে গ্রামবাসী তাকে দিলো এই জমকালো সংবর্ধনা।

মসজিদের সামনে ইমাম ও মুসল্লিরা।

জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসীরা মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ১ লাখ টাকা হাদিয়া ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয় ইমামের হাতে। পরে ঘোড়ার গাড়িতে উঠিয়ে তাকে নিজ বাড়ি পৌঁছে দেয়া হয়। হাফেজ ওয়াজউদ্দিন শেখ একই উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বাসিন্দা।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসরে গেলেন হাফেজ ওয়াজউদ্দিন শেখ। তার বয়স এখন ৭৫ বছর।

এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে হাফেজ ওয়াজউদ্দিন শেখ আবেগে আপ্লূত হয়ে পড়েন। বললেন, বয়স হওয়ায় বিদায় নিতে হচ্ছে। কিন্তু মন চাইছিল না। এলাকার সকলে আমাকে অনেক সম্মান দেখিয়েছেন।

/এমএন

Exit mobile version