Site icon Jamuna Television

কবি জসীম উদ্দিনের স্মৃতিবিজড়িত কুমার নদের পাড়ে পল্লী মেলা

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরে ১৯ দিন ব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, স্থানীয় সংসদ সদস্য ও কবি পরিবারের সদস্যরা।

মূলত, পল্লীকবি জসীম উদ্দিনের স্বরণে এই মেলার আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন। শহরের অম্বিকাপুরে কবির বাড়ির সামনে কুমার নদের পাড়ে জসীম উদ্যানে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলা উপলক্ষ্যে কুমার নদের পাড়ের মাঠে দুই শতাধিক স্টল তৈরি করা হয়েছে। যেখানে থাকবে গ্রামীণ মেলার নানা উপকরণের সাথে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের সমাহার । এছাড়া সার্কাস ও নাগরদোলাসহ শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, ফরিদপুর-৩ আসনের সাংসদ
এ কে আজাদ, ফরিদপুর-২ আসনের সাংসদ শাহদাব আকবার চৌধুরী লাবু ও কবি পুত্র খুরশিদ আনোয়ার।

এসময় বক্তরা পল্লীকবির সাহিত্য ও জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।

/এএস

Exit mobile version