Site icon Jamuna Television

‘ন্যায়বিচার পাইনি, বেইআনিভাবে তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে’

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদেরকে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি, অন্যায় ও বেইআনিভাবে তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, যথাযথ সময়ে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারেক রহমান।

সানাউল্লাহ জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version