Site icon Jamuna Television

ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বিকল হওয়া বাসের ৩ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি এবং একই এলাকার শরীফ।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৈয়ব আলী বলেন, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। পরে বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিল। এর কিছুক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগ্রামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক শিশু এবং দুইজন ব্যক্তি নিহত হয়।

খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘারিন্দা স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই বিকল হওয়া বাসটি পালিয়ে গিয়েছে।

/এমএন

Exit mobile version