Site icon Jamuna Television

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গ্রেফতার ৩

কুমিল্লা ব্যুরো:

পূর্বশত্রুতা ও গ্যাংয়ের আধিপাত্য বিস্তারের জের ধরে কুমিল্লা নগরীর সার্কিট হাউজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে দুজন আহত হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঈগল গ্রুপ ও একের গ্রুপের মধ্যে ঘটনা ঘটে। এ সময় দু’গ্রুপের দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা ভিডিও সংগ্রহ করেছি। কারা এসব ঘটনার ঘটিয়েছে তাদের চিন্হিত করা হয়েছে। দ্রুতই এসব গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনা হবে। শণাক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version