Site icon Jamuna Television

রাজধানীর কদমতলীতে ‘ছাদ থেকে পড়ে’ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ‘ছাদ থেকে পড়ে’ মৃত্যু হয়েছে নাজমুল সাকিব নিলয় নামে এক এসএসসি পরীক্ষার্থীর। নিহত নিলয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যা তা তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জা্নিয়েছে পরিবার।

শুক্রবার সন্ধ্যায় (২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। পরিবার জানায়, বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে যায় নিলয়। সন্ধ্যায় নিলয়ের বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় বাসায় দিয়ে যায় এবং জানায়, নিলয় ছাদ থেকে পড়ে গেছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ সন্দেহভাজনকে আটকের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নিহত নিলয়ের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেন।

এটিএম/

Exit mobile version