Site icon Jamuna Television

ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরাক ও সিরিয়ায় থাকা ইরানের বিভিন্ন স্থাপনায় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। অভিযানে বি ওয়ান বোমারু বিমানের পাশাপাশি বিভিন্ন ফাইটার জেটও অংশ নেয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কুদস ফোর্স এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই অভিযানে ইরাকের ৩টি এবং সিরিয়ার ৪টি স্থানে হামলা চলে। অন্তত ৮৫টি টার্গেটে বোমা ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এসব স্থানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনার জন্য কমান্ড সেন্টার অবস্থিত ছিল। এর পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মজুদ করে রাখা হতো। তবে হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি পেন্টাগন।

জর্ডানে মার্কিন একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পাল্টা জবাব দিতেই অভিযান। গেল রোববার জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় প্রাণ যায় যুক্তরাষ্ট্রের ৩ সেনা সদস্যের। আহত হয়েছে ৪০ জন। ওই ঘটনার জবাব দিতেই এই হামলা করেছে যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version