Site icon Jamuna Television

মিয়ানমারের সাগাইং রাজ্যে জান্তা বাহিনীর তাণ্ডব

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সাগাইং রাজ্যে আবারও তাণ্ডব চালিয়েছে জান্তা বাহিনী। অভিযানের দুদিন পর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ওই গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে এই অঞ্চলের জাতিগত সশস্ত্র গোষ্ঠী খিন-উ পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)।

বিদ্রোহীরা জানিয়েছে, অভিযান চালিয়ে দুটি গ্রাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। গ্রাম দুটির প্রতিটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে আবারও বেসামরিকদের ওপর তাণ্ডব শুরু করেছে জান্তা বাহিনী। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার আরও একটি ঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মি।

গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে বিদ্রোহী যোদ্ধা ও জান্তা সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। এরইমধ্যে রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে বড় জয় পেলো আরাকান আর্মি।

/এমএইচ

Exit mobile version