Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি

ভয়াবহ দাবানলে পুড়ছে একটি ঘর। পাশেই রয়েছে চিলির পতাকা। ছবি: গেটি ইমেজ।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি। ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৪৮০ হেক্টর এলাকা। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্যারনস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দাবানলে চিলির মধ্য ভালপারাইসো অঞ্চলের প্রায় ৪৮০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ভালপারাইসোর প্রেসিডেন্টের প্রতিনিধি পাওলা গুতেরেস বলেছেন, উচ্চ তাপমাত্রার কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আগুনের কাছাকাছি একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল; যাতে জরুরী নিরাপত্তা কর্মীরা নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে। বন বিভাগের কর্মকর্তা জানান, দাবানল নিয়ন্ত্রণ করার জন্য ১০টি বিমান মোতায়েন করা হয়েছে।

\এআই/

Exit mobile version