Site icon Jamuna Television

ভারতের কাছে ৪ বিলিয়নের সমরাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

জেনারেল অ্যাটমিক্স দ্বারা নির্মিত একটি এম কিউ ৯বি ড্রোন। ছবি: গেটি ইমেজ।

ভারতের কাছে ৪ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের তথ্য অনুযায়ী, এসব সমরাস্ত্রের মধ্যে ৩১টি ড্রোন ও ১৭০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়াও তিনশ’র বেশি গাইডেড বোমাও রয়েছে তালিকায়। এর পাশাপাশি বিভিন্ন সামরিক সরঞ্জামও রয়েছে।

গেল বছরের জুনে, যুক্তরাষ্ট্র সফরে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে ওই অস্ত্র চুক্তি হয়। এতে প্রিডেটর ড্রোন ও হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বলা হয়। ভারতের সাথে চুক্তি বাস্তবায়নের ফলে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে বলে জানায় পেন্টাগন।

এর আগে, ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মার্কিন নাগরিককের হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় স্থগিত হয় চুক্তিটি। তবে পেন্টাগনের সম্মতির পর, এখন শুধুমাত্র মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন চুক্তিটির।

\এআই/

Exit mobile version