Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে সাত নারী ও শিশু রোহিঙ্গা আটক

ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী শিশুকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ আবাদেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫) জান্নাত বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও বৃদ্ধা উসুন জামান (৭৫)।

রোহিঙ্গা নারী নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে সাতক্ষীরা সীমান্তে আসে তারা ভারতে যাওয়ার জন্য। দালালরা তাদেরকে কোলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। তারা দালালের মাধ্যমে ভারতে পাচার হচ্ছিল বলে ওসি জানান।

Exit mobile version