Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে।

সেলেঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরো কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়।

/এমএইচআর

Exit mobile version