Site icon Jamuna Television

বাড়ির গ্যারেজে মিললো মিসাইল

৬০ বছরের পুরোনো মিসাইল। ছবি: এনবিসি নিউজ।

বাড়ির গ্যারেজে মিললো মিসাইল! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউয়ে স্থানীয় এক ব্যক্তির গ্যারেজ থেকে মিসাইলটি উদ্ধার করে পুলিশ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, কমপক্ষে ৬০ বছরের পুরোনো মিসাইল এটি। জং ধরা অবস্থায় পড়ে ছিলো গ্যারেজে। এখন আর এতে নেই কোনো তেজস্ক্রিয় পদার্থ। জানা যায়, পুরোনো এই অস্ত্রটি এক এস্টেট সেল থেকে কেনেন ঐ ব্যক্তির প্রতিবেশী।

প্রতিবেশীর মৃত্যুর পর মিসাইলটিকে ওহাইও’র একটি সামরিক জাদুঘরে অনুদানের প্রস্তাব দেন তিনি। শীগগরিই প্রদর্শনের জন্য রাখা হবে জাদুঘরে। সিয়াটল টাইমসের খবরে অনুযায়ী, স্নায়ু যুদ্ধের সময় ব্যবহার করা হতো মিসাইলের এই মডেলটি।

\এআই/

Exit mobile version