Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আত্মসমর্পণের পর আটক ইলিয়াস, ৬ ঘণ্টা পর মুক্ত

ফাইল ছবি

অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানীর মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে আটক হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা দায়ের করেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

জানা যায়, আদালতের গ্রেফতারির পরোয়ানা জারির পর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেয়া হয় তাকে।

এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন জানান, মানহানিকর ওই ভিডিও’র বিষয়ে আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।

আইনি ঝামেলা এড়াতে ভিডিওটি সরিয়েছেন কিনা তা জানতে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

/এনকে

Exit mobile version