Site icon Jamuna Television

মামলার রায় বিচারের ইতিহাসে মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বিচারের ইতিহাসে মাইলফলক। এটি বিচার বিভাগের জন্য এটি বড় অর্জন বলে মন্তব্য করেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যেকোন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের ফাঁসি হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার বেলা ১২টায় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায় ঘোষণা করেন।
গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

Exit mobile version