Site icon Jamuna Television

চিলিতে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল

জঙ্গল থেকে আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে। ছবি: আল জাজিরা।

চিলিতে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। প্রাণ গেছে কমপক্ষে ৪৬ জনের। ইতোমধ্যে, দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে অন্তত ৯২টি স্থানে জ্বলছে আগুন। পুড়ে গেছে ৪৩ হাজার হেক্টরের বেশি ভূমি। বিপর্যস্ত ভালপারাইসো। মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে ১০ লাখ মানুষের আবাস। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। পুড়ে ছাই বহু আবাসিক ভবন। আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে আছে মাইলের পর মাইল।

উপকূলীয় শহর ভিনা দেল মার’র দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। উচ্চ তাপমাত্রা ও তীব্র হাওয়ায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। নিয়ন্ত্রণের চেষ্টায় হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। হেলিকপ্টার থেকেও ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক। চিলিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে আখ্যা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

\এআই/

Exit mobile version