Site icon Jamuna Television

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি আহত

বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। রোববার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল থেকেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। ভোরে গোলাগুলি, মার্টারশেল নিক্ষেপের বিকট শব্দে কেপে উঠছে সীমান্তবর্তী এলাকা। সেখান থেকে ছোঁড়া বুলেট ও মর্টারশেল এসে পড়ছে সীমান্তবর্তী বসতবাড়িগুলোতে।

এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ছে। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে অভিভাবকরা। এছাড়া কৃষিকাজসহ অন্যান্য দৈনন্দিন কাজে যেতেও ভয় পাচ্ছে বাসিন্দারা।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার ভোর থেকেই মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এ সময় স্থানীয়দের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

/আরএইচ

Exit mobile version