
যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছেন এক ফিলিস্তিনি নারী। ছবি: আল জাজিরা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১২০তম দিনে বড় ধরণের অভিযান চালানো হয়েছে মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ ও দক্ষিণে রাফাহ শহরে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১০৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন।
রাফাহ’র পূর্বাঞ্চলে রাতভর হামলায় মৃত্যু হয় ২৪ জনের। রাফাহ’র আরও অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী বলে দাবি তেল আবিবের।
এদিকে, ব্যাপক হামলা চালানো হয় খান ইউনিসেও। এ হামলার স্বীকার ইউরোপীয়ান হাসপাতালও। অঞ্চলটিতে একটি জ্বালানি ট্যাংকে হামলায় ঘটে হতাহতের ঘটনা। আবাসিক এলাকায়ও চলে বোমা ও গোলাবর্ষণ। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে ছোড়া হয় স্মোক বোমা। ফলে আহত হয় বেশ কয়েক জন।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২শ’।
\এআই/



Leave a reply