Site icon Jamuna Television

নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র, তারা সামনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, নির্বাচন নিয়ে দেশটির ভিন্ন অবস্থান থাকলেও তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে এক বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। এ সময়, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও কিছু ইস্যুতে ঢাকার সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় জলবায়ু পরিবর্তনসহ ও পরিবেশ ইস্যুতে একসাথে কাজ করার কথাও জানান তিনি।

/আরএইচ/এটিএম

Exit mobile version