Site icon Jamuna Television

জ্ঞানবাপী মসজিদের ‘ওজুখানা জরিপ’ সম্পর্কে যা জানা গেছে

জ্ঞানবাপী মসজিদ। ছবি: গেটি ইমেজ।

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মান নিয়ে বিতর্কের রেশ না কাটতেই, নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে। আলোচিত মসজিদটির ‘ওজুখানা জরিপ’ ইস্যুতে করা পিটিশনের শুনানি আগামীকাল। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মসজিদ ভবনের একটি অংশে পূজা শুরু হওয়ায় হতাশ অঞ্চলটির মুসলিমরা। উদ্বেগ জানিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ। আদালতের রায়ের সমালোচনা ও সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গেলো বুধবার ‘সিল’ করা একটি কক্ষে হিন্দু ভক্তদের পূজা করার অনুমতি দেন বারানসি আদালত। এলাহাবাদ আদালতেও বহাল রাখা হয় রায়।

গত সপ্তাহে জ্ঞানবাপী মসজিদের অজুখানা খুলে জরিপের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান হিন্দুত্ববাদীরা। তাদের বিশ্বাস, মুসলমানরা যেটি অজুখানার ঝর্না বলে দাবি করছে, সেটি আসলে শিবলিঙ্গ। এর আগে, ২০২২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সিলগালা করা হয়েছিল মসজিদটি।

\এআই/

Exit mobile version