Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসন নাৎসি বর্বরতার সামিল: হামাস

ওসামা হামাদান। ছবি: প্যালেস্টাইন ক্রনিকল।

গাজায় ইসরায়েলের আগ্রাসন নাৎসি বাহিনীর বর্বরতার সামিল। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন হামাস কর্মকর্তা ওসামা হামাদান। এক প্রতিবেদনে প্যালেস্টাইন ক্রনিকল এ তথ্য জানায়।

হামাসের কর্মকর্তা ওসামা হামাদ বলেন, গাজায় ১২০ দিন ধরে চলছে ইসরায়েলের বর্বরতা। প্রায় চার মাস ধরে উপত্যকায় জঘন্যতম অপরাধ করে চলেছে এই নাৎসি বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করছে নির্বিচারে। প্রতিবাদ করলেই হতে হচ্ছে আগ্রাসনের শিকার।

তিনি আরও বলেন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবাননেও চালাচ্ছে বর্বরতা। এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। এই যুদ্ধ ইসরায়েল ও তার মদদদাতাদের জন্য লজ্জা হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

\এআই/

Exit mobile version