Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা, ইরানের নিন্দা

ইরাক-সিরিয়া ভূখণ্ডে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তাদের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো অভিযানকে উসকানিমূলক আখ্যা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি।

এক বিবৃতিতে তিনি জানান, প্রতিরোধ বাহিনীর ওপর যে কোনো হামলার নিন্দা জানায় তার দেশ। যে কোন ধরনের উসকানিমূলক অভিযান কিংবা হামলা কোনো সমাধান হতে পারে না। যদি পশ্চিমাদের মাঝে বিবেচনাবোধ থাকতো তাহলে তারা কখনই জায়নবাদীদের এভাবে সমর্থন দিতো না বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন হামলায় ইরাকে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৬ জন এবং সিরিয়ায় ইরান সমর্থিত ২৩ যোদ্ধা নিহত হয়েছে। এর আগে ,মার্কিন হামলা হলে দৃঢ় জবাব দেয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

/এমএইচআর

Exit mobile version