Site icon Jamuna Television

তবে কি মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে !

কিলিয়ান এমবাপ্পে। ছবি: গেটি ইমেজ।

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক যেন থামছেই না! ২০১৭ সাল থেকে এমবাপ্পেকে কেনার চেষ্টা করেই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ফ্লোরেন্তিনো পেরেজের চেষ্টা বার বার ব্যর্থতায় পরিণত হয়েছে। অবশেষ, চলতি মৌসুমের শেষে মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি এই ফরোয়ার্ড। এমনটাই শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ান।

ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ান খবরটি প্রকাশ করার পরপরই ইএসপিএন ও যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্সও এর সত্যতা নিশ্চিত করে। তবে লা প্যারিসিয়ান গত বছরও মৌসুম শুরুর আগে একই কথা বলেছিল, পরে যা মিথ্যা প্রমাণিত হয়। এমবাপ্পে থেকে যান পিএসজিতেই।

লা প্যারিসিয়ান প্রতিবেদনে জানায়, সন্দেহ নেই! এমবাপ্পে মৌসুম শেষে লিগ ওয়ান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই সাথে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। নাম উল্লেখ না করলেও বিশ্বের বড় ক্লাব হিসেবে রিয়ালকেই ইঙ্গিত করেছে লা প্যারিসিয়ান।

তবে ইএসপিএন বলছে, সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত পিএসজি বা রিয়াল মাদ্রিদকে জানাননি এমবাপ্পে। তবে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দেবেন ফরাসি ফরোয়ার্ড।

\এআই/  

Exit mobile version