Site icon Jamuna Television

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ফাইল ছবি।

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন সর্দার (৩৫) নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত খলিল সরদারের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত শাহাবুদ্দিনের এক ছেলে দুই মেয়ে রয়েছে। নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। মুমূর্ষ অবস্থা তাকে উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই আব্দুল হক জানান,  নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার মা বাবার নিকট হস্তান্তর হয়েছে বলেও জানান তিনি। 

/এএস

Exit mobile version