Site icon Jamuna Television

পৌনে দুই ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

কারিগরি ত্রুটির কারণে এক ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে লাইন ঠিক হয়েছে বলে নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে, রোববার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কী ধরনের ত্রুটি ছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এদিন সকাল থেকেই মেট্রোর উত্তরা স্টেশনসহ অন্যান্য স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সপ্তাহের প্রথম কর্মদিবস ও ইজতেমার শেষদিন হওয়ায় ভিড় ঠেলেই মেট্রোতে গন্তব্যে ফেরার চেষ্টা করছিলেন যাত্রীরা।

/এএস

Exit mobile version