Site icon Jamuna Television

গাজীপুরে কিশোরকে শ্বাসরোধে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার গবিন্দবাড়ি এলাকায় এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত আল আমিন (১৬) রংপুর সদর উপজেলার সনমানিপুর এলাকার ফারুক মিয়ার ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আল আমিন কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক এলাকায় আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।শনিবার সকালে কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গবিন্দবাড়ি এলাকার গজারি বনের স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলছে, তাকে শ্বাসরোধে হত্যা করে গজারি বনে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।

কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনকে

Exit mobile version