Site icon Jamuna Television

তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

তেল আবিবের রাস্তায় আগুন দিয়ে লেখা 'হেল্প' স্লোগান।

গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মিদের অবিলম্বে উদ্ধারের দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার (৩ ফেব্রুয়ারি) তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজারো মানুষ। জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

হামাসের কাছে আটকদের ফেরাতে সরকারের জোরালো পদক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল জিম্মিদের ছবি, ইসরায়েলের পতাকা ও প্ল্যাকার্ড। এসময় সরকার বিরোধী স্লোগান দেন অনেকে। ব্যর্থতার দায়ে নেতানিয়াহু প্রশাসনের তীব্র সমালোচনা করেন ভুক্তভোগী পরিবারগুলো। বিক্ষোভস্থলে আগেই মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন অভিযান চালায় হামাস। বন্দি করে দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশিকে। গত নভেম্বরে কয়েক দফার অস্ত্রবিরতিতে ১০০ জনের বেশি বন্দি মুক্তি পেলেও এখনও আটক শতাধিক।

/এএম

Exit mobile version