Site icon Jamuna Television

নড়াইলে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

নিহতের স্বজনদের আহাজারি

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্লার ছেলে নফু মোল্লার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এনিয়ে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার সকালে প্রিন্সের পক্ষের লোকেরা ওই ঘেরে যায়। এ সময় নফু মোল্লার লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে নফু মোল্লার সমর্থক ইসরাফিল মোল্যা মারাত্মক আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকসি বলেন, ইসরাফিল মোল্যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক দাগ রয়েছে।

/এনকে

Exit mobile version