চলছে অমর একুশে বইমেলা ২০২৪। রোববার (৪ ফেরুয়ারি) মেলার চতুর্থ দিনে মেলায় পাঠক-দর্শনার্থীর ভিড় বেড়েছে। কর্মময় দিনেও মেলা উন্মুক্ত হওয়ার পর থেকেই ছিল পাঠক-দর্শনার্থীদের আনাগোনা। বিকেল গড়ানোর সাথে সাথে মেলা প্রাঙ্গণে পাঠকদের সমাগম বাড়ে।
মেলায় ধীরে ধীরে বই বিক্রির হার বাড়ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। মেলার চতুর্থদিনে নতুন প্রকাশিত বইয়ের সন্ধানে স্টলে স্টলে ঘুরেছেন পাঠকরা। পছন্দের নির্বাচিত বই কিনতে আগ্রহীদের দেখা মিলেছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোয়।
দিন যত গড়াবে ততই বিক্রি ও পাঠক উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করছেন প্রকাশকেরা। বইমেলা ঘিরে এখনও নতুন বই ছাপানোর কাজে ব্যাস্ততা রয়েছে প্রেসগুলোতে।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে অনুষ্ঠিত বইমেলা কর্মব্যস্ত দিনে চলবে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। যদিও সাড়ে আটটার পর মেলায় আর প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
/এএস

