Site icon Jamuna Television

বেড়েই চলেছে চিলিতে দাবানল, প্রাণহানি বেড়ে ৯৯

লাতিন দেশ চিলিতে বেড়েই চলেছে দাবানলের ভয়াবহতা। ভালপারাইসো অঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগ। দেশজুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা। দেশটিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত অন্তত ৬ হাজার বাড়িঘর। পুড়ে ছাই হয়ে গেছে বহু বসতভিটা।

স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। গড়ে তোলা হয়েছে অস্থায়ী হাসপাতাল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। এলাকাটিতে প্রবেশ না করার নির্দেশনা দেয়া হয়েছে। আগুনের প্রভাবে কয়েকটি রাস্তা বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। গ্রীষ্মকালীন ভ্রমণে গিয়ে অনেক আটকা পড়েছে অঞ্চলটিতে।

রোববার নতুন করে প্রায় দেড় হাজার ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়। কাজ করছে সেনাবাহিনীও।

এটিএম/

Exit mobile version