Site icon Jamuna Television

প্রমাণ হয়েছে অপরাধ করলে কেউ পার পায় না: নাসিম

স্টাফ রিপোর্টার, নাটোর থেকে:

১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে অপরাধ করলে কেউ পার পায় না। বর্তমান সরকারের সময় আইনের শাসন রয়েছে বলেই অপরাধীদের আদালত দৃষ্টান্তমুলক শাস্তি দিয়েছে। আজ বুধবার বিকালে নাটোর জেলা ১৪ দল আয়োজিত বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে এক সামাবেশে তিনি এসব কথা বলেন।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, আবুল কালাম আজাদ সহ ন্যাপ, জাসদ, গণতন্ত্র পার্টি সহ ১৪দলীয় নেতারা।

Exit mobile version