Site icon Jamuna Television

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, ২ যাত্রী নিহত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের নাম জানা গেছে। তার নাম সাঈদ। তবে অপরজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ঢাকাগামী একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের দুইযাত্রী নিহত হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এনকে  

Exit mobile version