Site icon Jamuna Television

শিক্ষার্থীদের ‘চাপ’ বিবেচনায় এসএসসি’র কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের মানসিক ‘যন্ত্রণা’ বিবেচনায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী মনে করেন কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের মাঝে মানসিক যন্ত্রণার পাশাপাশি জনদুর্ভোগেরও সৃষ্টি হয়। পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম তাদের এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের এই চাপ ও জনদুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত বলেও এতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। সেজন্য পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যকেউ যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।

/এএস/এনকে/এটিএম

Exit mobile version