Site icon Jamuna Television

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্র। উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে দুই পক্ষই। নয় দিক থেকে কিয়েভের হামলা ঠেকানোর দাবি মস্কোর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ৯৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করেছে সাঁজোয়া যান, ক্র্যাব ও হ-ইটজারসহ বেশ কিছু মিসাইল ও অস্ত্র। হামলায় গুঁড়িয়ে দেয়া হয় একটি অস্ত্রাগার ও জ্বালানি ডিপো। দখলকৃত এলাকা পুনরুদ্ধার ও রুশ বাহিনীকে বিতাড়িত করতে জোরদার পাল্টা অভিযান চলছে বলে জানিয়েছে কিয়েভ। হামলা চলছে বিভিন্ন দিক থেকে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ২৪ ঘণ্টায় ৫৯টি ফ্রন্টলাইনে তীব্র লড়াই করেছে দেশটির সেনারা। ছয়টি এলাকায় অগ্রসর হয়েছে জেলেনস্কি বাহিনী। রাশিয়ার ক্যানন, কেএইচ ফিফটি নাইন মিসাইল ও ১৩টি ড্রোন ধ্বংসের দাবিও করে।

এটিএম/

Exit mobile version