Site icon Jamuna Television

হুতি বিরোধী অভিযান আত্মরক্ষামূলক: সুনাক

ঋষি সুনাক। ছবি: গেটি ইমেজ।

ইয়েমেনে হুতি বিরোধী অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রোববার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, লোহিত সাগরে টানা হামলা চালিয়েছে হুতিরা। যা পুরোপুরি অগ্রহণযোগ্য ও অবৈধ। সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে তারা।

তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত জাহাজও এই তালিকায় রয়েছে। সেকারণেই মিত্রদের সাথে যৌথভাবে আত্মসুরক্ষার পদক্ষেপ নিয়েছি। ব্রিটিশদের জীবনের সুরক্ষা, স্বার্থ বা কূটনৈতিক ইস্যুতে কোনো দ্বিধা করবো না সরকার।

প্রসঙ্গত, গত সপ্তাহে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে তিন সেনা মৃত্যুর পরই প্রতিশোধের ঘোষণা দেয় পেন্টাগন। হুতি বিরোধী যৌথ অভিযানে অংশ নিয়েছে যুক্তরাজ্যও।

\এআই/

Exit mobile version