Site icon Jamuna Television

পাকিস্তানে নির্বাচনের তিন দিন আগে পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা

হামলার পর ডেরা ইসমাইল খানের চোদওয়ান থানার সাইটে একটি নিরাপত্তা গাড়ি দেখা যাচ্ছে। ছবি: ডন নিউজ।

পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরের চোদওয়ান থানায় গভীর রাতে হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ সংস্থা ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের প্রধান আখতার হায়াত বলেন, প্রথমে স্নাইপার ব্যবহার করে তিন দিক থেকে কনস্টেবলদের ওপর হামলা চালায় প্রায় ৩০ জন জঙ্গি।

তিনি আরও বলেন, থানা ভবনে প্রবেশ করার পর, জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে আক্রমণ করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র তিন দিন আগে এই হামলার ঘটনা ঘটল।

\এআই/

Exit mobile version