Site icon Jamuna Television

এস আলম গ্রুপের অর্থ পাচার ইস্যুতে হাইকোর্টের রুল খারিজ আপিল বিভাগে

ফাইল ছবি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাঠানোর বিষয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ রুলটি খারিজ করে দেন।

এর আগে, দুদকসহ কয়েকটি সরকারি সংস্থাকে অনুসন্ধানের নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের আদেশের ওপর গত ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছিলেন চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছিল।

গত বছরের ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে ‘এস আলমস আলাদিনস ল্যাম্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না নিয়ে বিদেশে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের অভিযোগ করা হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

/এনকে

Exit mobile version