Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সেনেগা ট্যাবলেট আটক

বেনাপোল প্রতিনিধি

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে গয়ড়া পাকা রাস্তায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ একলাখ বিয়াল্লিশ হাজার ছয় শত চল্লিশ পিস ভারতীয় সেনেগা ট্যাবলেট আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। যার মূল্য ৩৬লাখ টাকা বলে বিজিবি জানান।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান সেনেগা ট্যাবলেট এনে যশোরে নেওয়া উদ্দেশ্য গয়ড়া পাকাা রাস্তা উপর অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস নায়েক নূরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় এ সেনেগা আটক করেন। আটক মালের মূল্য ৩৬ লাখ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সুবেদার মনির হোসেন।

Exit mobile version