Site icon Jamuna Television

গুজরাটে শতাধিক মুসলিম ‘গণবিবাহ’

বিয়ের জন্য পাগড়ি পরে অপেক্ষা করছে বর। ছবি: ডাব্লিউ ভি নিউজ।

ভারতে গুজরাটে ঘটে গেলো ব্যতিক্রমী এক ঘটনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গণবিবাহ। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডাব্লিউ ভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার, গুজরাট প্রদেশের আমেদাবাদে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। ১২৯টি দম্পতিকে মুসলিম মতে বিয়ে দেয়ার এই ভিন্নধর্মী আয়োজন করে গুজরাট পাব্লিক ওয়েলফেয়ার ট্রাস্ট।

কর্তৃপক্ষ জানায়, মূলত যারা বিয়ের খরচ বহন করতে পারে না , তাদের জন্যই এই আয়োজন। বিয়েতে তাদের আসবাবপত্র, বাসার দরকারি তৈজসপত্র উপহার হিসেবে দেয়া হয়।

\এআই/

Exit mobile version