Site icon Jamuna Television

আফগানিস্তানকে ১০ উইকেটে হারালো শ্রীলঙ্কা

সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় আফগানরা। শতক থেকে মাত্র ৯ রান দূরে থেকে আউট হন রহমত শাহ। ৫১ রানের খরচে ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।

জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের জোড়া সেঞ্চুরি ও দিমুথ করুনারত্নের ৭৭ রানে ভর করে ৪৩৯ রানের পাহাড় আফগানিস্তানের সামনে দাঁড় করায় লঙ্কানরা। কায়েস আহমেদের ডেলিভারিতে হিট আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুস। আফগানিস্তানের পক্ষে নাভিদ জাদ্রান ৮৩ রান খরচে নেন ৪ উইকেট।

২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইংনিংস শুরু করা আফগানরা ইব্রাহিম জাদরানের ১১৪ ও রহমত শাহ’র হাফ সেঞ্চুরিতে ২৯৬ রানের সংগ্রহ পায়। জেতার জন্য মাত্র ৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন প্রভাত জয়সুরিয়া।

/এমএইচআর

Exit mobile version